বাগেরহাটে ৭ দোকান পুড়ে ছাই

বাগেরহাট সদর উপজেলায় শ্রমিকলীগের কার্যালয়সহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 07:24 AM
Updated : 19 Oct 2017, 07:24 AM

জেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সোয়াইব হোসেন মুন্সি জানান, বুধবার রাতে গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দেপাড়া বাজার কমিটির সভাপতি খান সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর রাত পৌনে ১১টার দিকে হঠাৎ আগুন লাগে।

“স্থানীয়রা আগুন নেভানো শুরু করলেও শ্রমিকলীগের কার্যালয়সহ ছোট-বড় মোট আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।”

পরে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোয়াইব বলেন, আসায়েদ ব্যাপারির মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“এ সময় একই দোকানে চা তৈরির জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।”

সম্প্রতি চায়ের দোকানগুলোয় গ্যাসের ব্যবহার বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, দোকানিদের গ্যাস ব্যবহারে অসাবধনতা রয়েছে।

গ্যাস ব্যবহারে তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।

আগুনে সরোয়ার পাইকের সাইকেল পার্টসের গ্যারেজ, হেকমত শেখের পার্টসের দোকান, এনায়েত শেখের বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, একরাম শেখ, হাসান শেখ ও আসায়েত ব্যাপারির মুদিসহ চায়ের দোকান, দেলোয়ার খানের পান ও চায়ের দোকান ও ইউনিয়ন শ্রমিকলীগের কার্যালয় পুড়ে গেছে।