টেকনাফ উপজেলা ‘চেয়ারম্যানের বাড়িতে’ ১৫ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফ উপজেলা ‘চেয়ারম্যানের ভাড়া বাড়ি’ থেকে পনেরো রোহিঙ্গা নারী-শিশুকে উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 05:09 PM
Updated : 18 Oct 2017, 05:19 PM

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ হোসেন সিদ্দিক জানান, বুধবার কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা।

ইউএনও বলেন, “ গোপন সংবাদে টেকনাফের লেঙ্গুরবিলে উপজেলা চেয়ারম্যান জাফর আলমের ভাড়া বাড়িতে চালানো হয়। এসময় নারী ও শিশুসহ ১৫ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।”

অভিযানে চেয়ারম্যানের পরিবারের কাউকে আটক করা সম্ভব হয়নি। রোহিঙ্গাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও জাহিদ।

এ নিয়ে চেয়ারম্যান জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ আমার ভাড়া বাড়ি থেকে নয়, স্থানীয় বিভিন্ন জনের ভাড়া বাড়ি থেকে রোহিঙ্গাদের আটক করা হয়েছে।”