হরিণাকুণ্ডুতে ১৪৪ ধারা জারি

ঝিনাইহের হরিণাকুন্ডু উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 11:35 AM
Updated : 18 Oct 2017, 11:35 AM

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পারমথুরাপুর প্রাইমারি স্কুল মাঠে এ আদেশ বলবৎ থাকবে বলে হরিণাকুণ্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান।

ওসি শওকত বলেন, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান পারমথুরাপুর প্রাইমারি স্কুল মাঠে একটি কর্মী সভা ডাকেন। তার প্রতিপক্ষ গোলাম মোস্তফারও একই স্থানে পাল্টা সভার ডাক দেন।

এতে সংঘর্ষের আশঙ্কায় হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলে কোনো পক্ষই সেখানে সভা করতে পারেনি বলে জানান তিনি।

এ বিষয়ে চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা বলেন, কিছুদিন আগে দলের কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন। এ নিয়ে তিনি পারমথুরাপুর প্রাইমারি স্কুল মাঠে একটি কর্মী সভা ডাকেন।

ওই সভা বানচাল করতে সাবেক সভাপতি ফজলুর রহমান পাল্টা সভা ডাকে বলে অভিযোগ করেন তিনি।

ফজলুর বলেন, হরিণাকুণ্ডু উপজেলা কমিটি চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন করেনি। ফলে তিনি এখনও সভাপতির পদে বহাল আছেন।

তার অভিযোগ, “বুধবার বিকালে মথুরাপুর প্রাইমারি স্কুল মাঠে কর্মী সভা ডাকি। এ সভা বানচাল করতে প্রতিপক্ষ দল একই স্থানে সভা ডাকে।”