ফারুক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে।  

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 10:19 AM
Updated : 18 Oct 2017, 11:19 AM

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মনছুর মিয়া ১ নভেম্বর শুনানির নতুন দিন রেখেছেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়রুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার এ মামলার বিচার কাজ শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষ মামলার বাদী নাহার আহমেদসহ তিন জনের হাজিরা দাখিল করেন।

“কিন্তু এ মামলার প্রধান আসামি কারাবন্দি সংসদ সদস্য আমানুর রহমান খান রানা অসুস্থার কারণে আদালতে উপস্থিত ছিলেন না।”

পরে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে বিচারক মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন বলে জানান আনোয়রুল।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়।

ওই মামলায় টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের এমপি রানাকে প্রধান আসামি করে এবং তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

দীর্ঘদিন পালিয়ে থেকে সাংসদ রানা গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।