মুন্সীগঞ্জে জেলেদের হামলায় ৩ মৎস্য কর্মকর্তা আহত

প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলায় মুন্সীগঞ্জে তিন মৎস কর্মকর্তা আহত হয়েছেন। 

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 09:43 AM
Updated : 18 Oct 2017, 10:07 AM

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পদ্মার লৌহজং অংশে এ ঘটনা ঘটে বলে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার জানান। 

আহতরা হলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার ও সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

মৎস্য কর্মকর্তা ইদ্রিস বলেন, মা ইলিশ শিকার বন্ধে বুধবার ভোরের দিকে লৌহজং এর পদ্মা নদীতে মাওয়া কোস্টগার্ড, লৌহজং পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা ট্রলার ও স্পীডবোটে করে টহল দিচ্ছিল।

এক পর্যায়ে নদীর একটি চরে ১০-১৫ জেলেকে মা ইলিশ শিকার করতে দেখেন তারা। এ সময় তাদের আটকের চেষ্টা করা হলে আশপাশ থেকে শতাধিক জেলে সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায় বলে জানান তিনি। 

ইদ্রিস বলেন, এক পর্যায়ে জেলেরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে তিনিসহ আরও দুই মৎস কর্মকর্তা আহত হয়। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে জেলেরা পালিয়ে যায়।     

এ ঘটনায় লৌহজং থানা পুলিশ আট রাউন্ড ও মাওয়া নৌ-পুলিশ চার রাউন্ড গুলি করে বলে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরোজিৎ কুমার ঘোষ জানান।