শরীয়তপুরে নদী শাসনের দাবিতে অনশন

নদীশাসন ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 08:59 AM
Updated : 18 Oct 2017, 08:59 AM

উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

অনশনরত শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, পদ্মার ভাঙনে হাজার হাজার পরিবার তাদের সবকিছু হারিয়েছে। এখনও ভাঙন অব্যাহত রয়েছে।

“ভাঙন থেকে এ এলাকার লোকজনকে বাঁচাতে আমরা সরকারের কাছে নদী শাসন ও বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।”

এ বছর বর্যায় জেলার জাজিরা উপজেলার বিলাসপুর, কুণ্ডেরচর, পালেরচর, নড়িয়া উপজেলার মোক্তারেরচর ও কেদারপুর ইউনিয়নে কমপক্ষে ১৭টি গ্রামের হাজার হাজার পরিবারের ভিটেমাটি, ঘরবাড়ি, ফসলি জমি, স্কুল-মসজিদ-মাদ্রাসসহ বহু স্থাপনা পদ্মায় বিলীন হয়েছে।

কোদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঈমাম হোসেন দেওয়ান, মোক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন মুন্সি, নড়িয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. জলিল শেখ, লোনসিন হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুল হক মুন্নাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক অনশনে অংশ নেন।

ঈমাম হোসেন বলেন, “আমরা জাজিরা ও নড়িয়া উপজেলার নদীভাঙ্গা মানুষ। আমাদের বাপ-দাদার ভিটেমাটি ও ফসলি জমিসহ সবকিছু হারিয়েছি নদীভাঙ্গনে। এখনও নদী ভাঙছে।

“প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, জরুরি ভিত্তিতে নদী শাসন ও বেড়িবাঁধ নির্মাণ করে জাজিরা ও নড়িয়া উপজেলাকে রক্ষা করুন।”