পুলিশের বিরুদ্ধে স্ত্রীর নির্যাতন মামলা

জয়পুরহাটে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 03:40 PM
Updated : 17 Oct 2017, 03:46 PM

জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম ইকবাল বাহারের আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন আদুরী আক্তার (২২)।

বাদীনির আইনজীবী রায়হান নবী জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে আসামি কামরুজ্জামানকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৫ মার্চ জয়পুরহাটের কালাই উপজেলার পার্বতীপুর গ্রামের এনামুল হকের মেয়ে আদুরীর সঙ্গে পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধোন্দাকোলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল কামরুজ্জামানের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকে আদুরীর পরিবারকে যৌতুকের চাপ দিতে থাকেন কামরুজ্জামানসহ তার মা-বাবা। মেয়ের সুখের কথা ভেবে আদুরীর বাবা এক লাখ ৮০ হাজার টাকা কামরুজ্জামানকে দেন।

এরপর আরও ১০ লাখ টাকার জন্য কামরুজ্জামান প্রায় স্ত্রীকে মারধর করতেন বলে জানিয়ে আদুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে বেশ কয়েকবার দেনদরবার করেও নিষ্ফল হলে আদালতে মামলা দায়ের করেছি।”

এ ব্যাপারে পাবনা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদুরীর অভিযোগ ভিত্তিহীন, বরং আমি নানা কারণে অতিষ্ঠ হয়ে গত ১০ অগাস্ট তাকে তালাক দিয়েছি। আমার কাছে মোহরানার ৩ লাখ টাকা ছাড়া আইন সঙ্গত আর কিছু পাবে না। এ ছাড়া সে যখন আদালতে গেছে সব ফায়সালা আদলেই হবে।”