সিলেটে বুধবার থেকে পরিবহন ধর্মঘট

সিলেটে যুবলীগ ও শ্রমিকদের সংঘর্ষের পর বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 01:48 PM
Updated : 17 Oct 2017, 01:52 PM

মঙ্গলবার রাতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক এ কথা জানান।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ইজারাদার যুবলীগ নেতা মিসবাহ উদ্দিন তালুকদারের মধ্যে বিরোধ চলে আসছে।

“টার্মিনালে অবস্থিত ‘হোটেল তাজমহল’ পরিবহন শ্রমিকদের দখলে রয়েছে। মঙ্গলবার দুপুরে ইজারাদাররা দখল বুঝে নিতে গেলে শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগনেতা শাহীনসহ পাঁচ জন আহত হন।”

শাহীন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

এ ঘটনার পর বুধবার সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শ্রমিক নেতা সেলিম বলেন ‘‘যুবলীগ নেতা মহসিন কামরান, শামীম আহমদের নেতৃত্বে কয়েকজন ‘তাজমহল হোটেলে’এসে শ্রমিকদের উপর হামলা চালায়।

“এ হামলার প্রতিবাদে আমাদের এক জরুরি সভায় বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।”

এ নিয়ে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ বলেন, “বাস টার্মিনাল ইজারার দখল বুঝে নিতে আমরা সেখানে গিয়েছিলাম। এ সময় শ্রমিকরা অতর্কিত হামলা চালালে ছাত্রলীগ নেতা শাহীন আহত হয়েছেন।”

শাহীনের অবস্থা সংকটাপন্ন বলে দাবি করেছেন তিনি।