পিরোজপুরে ছাত্রদলের সভায় ছাত্রলীগের হামলার অভিযোগ

পিরোজপুর মঠবাড়িয়ায় ছাত্রদলের একটি কলেজের কমিটি গঠনের প্রস্তুতি সভায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 11:36 AM
Updated : 17 Oct 2017, 11:36 AM

মঙ্গলবার মঠবাড়িয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ হামলা চালানো হয় বলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম বলেন।

তিনি বলেন, সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে বসে মঠবাড়িয়া সরকারি কলেজের প্রতি ইয়ারের ছাত্রদলের কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

“এ সময় মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজামের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়।”

এতে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. নাঈম ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বয়ক খোকন মল্লিক, উপজেলা ছাত্রদলের সদস্য মতুর্জা হোসেন, কলেজ ছাত্রদল নেতা আরমান আলী ও মোহাম্মদ হোসেনসহ কয়েক জন আহত হন বলে জানান তিনি।

“পরে হামলাকারীরা বিএনপির কার্যালয়ের ভেতরে ঢুকে ভাংচুর করে ও বিভিন্ন জিনিষপত্র লুটপাট করে পালিয়ে যায়।”

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজামের মোবাইল ফোনে বার বার চেষ্টা করা হলেও তাকে পাওয়া  যায়নি।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল আমিন বলেন, বিষয়টি তারা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।