শেরপুরে শীতের আমেজ

হেমন্তের শুরুতেই শীতের আমেজ বইতে শুরু করেছে শেরপুরে। দিনে গরম থাকলেও শেষরাত থেকে সকাল পর্যন্ত দুই-তিন দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে জেলার বিভিন্ন এলাকা।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 04:00 AM
Updated : 17 Oct 2017, 05:08 AM

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত লাইট জ্বেলে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। এ সময় অনেক জায়গায় কয়েক গজ দূরের জিনিসও দেখা যায়নি।

বাসচালক আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ও রাতে দুই-তিন ধরে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার মধ্যে গাড়ি চালাতে হচ্ছে খুব সাবধানে।

কুয়াশার কারণে সকাল ৮টা পর্যন্ত বাতি জ্বেলে চলতে হয়েছে বলে জানালেন অটোরিকশা চালক জসিম উদ্দিন।

গৃদানারায়ণপুরের মুদি দোকানি উত্তম কুমার সাহা বলেন, “মঙ্গলবার সকালে রেকর্ড পরিমাণ কুয়াশা পড়েছে। গরমের তীব্রতা হালকা কমেছে।”

শীত পুরোপুরি না এলেও শীতের আমেজে বিভিন্ন ফুটপাতে বসছে পিঠার দোকান। ভোরে ও সন্ধ্যায় ভাঁপা ও চিতই পিঠা বিক্রি হচ্ছে দেদার। এতে বিক্রেতারা বেশ খুশি।

থানা মোড়ের পিঠা বিক্রেতা জয়নাল বলেন, ভোর থেকে ভাঁপা ও চিতই পিঠা ভালোই বিক্রি হচ্ছে। শ্রমজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পিটা কিনতে আসছেন।

“পিঠা তৈরি চাল ও গুড়সহ অন্যান্য উপদানের দাম বেশি। তাই ভাঁপা পিঠা ১০টাকা ও চিত পিঠা পাঁচ টাকা করে বিক্রি করছি।”