পাবনায় ২ ‘অস্ত্র বিক্রেতা’ আটক

পাবনার ঈশ্বরদী উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই অস্ত্র বিক্রেতাকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 09:17 AM
Updated : 16 Oct 2017, 09:17 AM

সোমবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার লেফটেন‌্যান্ট রুহুল আমিন এ কথা জানান।

আটককৃতরা হলেন- ঈশ্বরদী উপজেলার অরনকোলা জাহাঙ্গীর আলমের ছেলে ও টেংরি এলাকার নূরুল ইসলামের ছেলে মফিকুল ইসলাম মুকুল।

রুহুল আমিন বলেন, গোপন খবরের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার অরনকোলা গ্রামের আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও একটি ওয়াকিটকিসহ তাকে আটক করে র‌্যাব।

“পরে তার দেওয়া তথ্যে শহরের আরজু মার্কেটের তৃতীয় তলার একটি ঘর থেকে মুকুলকে গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, “পরে সেখানে তল্লাশি চালিয়ে তিনিটি বিদেশী পিস্তল, একটি রিভলভার, চারটি পিস্তলের ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, তিন বোতল বিদেশী মদ, ইয়াবাসহ একটি টুলবক্স ও দুইটি মোবাইল ফোন পাওয়া যায়।”

র‌্যাব কর্মকর্তা রহুল বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও মাদক বেচাকেনা করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।