ফুটপাত দখলকারীদের তালিকা আদালতে দিলেন সিলেটের মেয়র

সিলেট সিটি করপোরেশন এলাকায় ফুটপাতের অবৈধ দখলদারদের একটি তালিকা আদালতে জমা দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 08:45 AM
Updated : 16 Oct 2017, 11:33 AM

মেয়র আরিফুল ও কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন সোমবার সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে উপস্থিত হয়ে ওই তালিকা জমা দেন বলে অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান।

তিনি বলেন, “তারা হকার উচ্ছেদ পরিস্থিতি নিয়ে আদালতকে অবহিত করেন এবং হকারদের পৃষ্ঠপোষক ১৫-২০ জনের একটি তালিকা আদালতের কাছে হস্তান্তর করেন।”

বিচারক পরে নগরীর ফুটপাতগুলো দখলমুক্ত করে নগরবাসীর স্বচ্ছন্দে চলাফেরার সুযোগ করে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে মাহফুজুর জানান ।

সিলেট সিটি করপোরেশনের প্রায় ২০০ কিলোমিটার ফুটপাতের বেশিরভাগই ছিল হকারদের দখলে। জেলা আইনজীবী সমিতি এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে গত ২৫ মে একটি অবেদন করে ।

সেই আবেদনের প্রেক্ষিতে আদালত ফুটপাতে অবৈধ দখলদারদের তালিকাসহ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়।

কিন্তু নির্ধারিত সাত দিনের মধ্যে প্রতিবেদন না পেয়ে গত ৮ অক্টোবর মেয়র আরিফ ও ওসি গৌসুলকে তলব করে আদালত।

ওই তলবের পর কর্তপক্ষ সিলেট নগরীতে হকার উচ্ছেদ শুরু করে বলে আইনজীবীরা জানান।