মুন্সীগঞ্জে ৫০ জেলেকে কারাদণ্ড

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪৫০ কেজি ইলিশসহ ৫০ জেলেকে আটকের পর সাত দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 08:27 AM
Updated : 16 Oct 2017, 08:27 AM

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন জানান, সোমবার সকাল ৮টায় পদ্মায় অভিযান চালানো হয়।

অভিযানকালে ৪৫০ কেজি মা ইলিশ ও দুই লাখ মিটার কারেন্ট জালসহ ৫০ জেলেকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, তারা দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

“জব্দ করা মাছগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিলি করার পাশাপাশি জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। ধংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে মাছ ধরার তিনটি ট্রলার।”

অভিযানে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা অংশ নেন বলে জানান ইউএনও মনির।

তিনি বলেন, এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিব ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল মোল্লা, সহকারী কর্মকর্তা মো. ইদ্রিস আলী তালুকদার, কোস্টগার্ড মাওয়া শাখার কন্টিনজেন্ট কমান্ডার মো. লুৎফর রহমান খান, লৌহজং থানার এসআই মো. আলমগীর হোসেন এবং এএসাই মো. মাইনুদ্দিন উপস্থিত ছিলেন।

ইলিশের বংশবৃদ্ধির জন্য প্রধান প্রজনন মৌসুম ১ থেকে ২২ অক্টোবর সরকার ইলিশ প্রজনন এলাকায় মাছ ধরা এবং দেশের সর্বত্র ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয় ও আদান-প্রদান নিষিদ্ধ করেছে।