বেনাপোল সীমান্তে রোহিঙ্গাদের ‘ঢোকানোর অপেক্ষায়’ বিএসএফ

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের ওপারে কয়েকজন রোহিঙ্গাকে বিএসএফ বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 06:13 PM
Updated : 15 Oct 2017, 06:14 PM

রোববার সকাল থেকে সীমান্তের নদীর ওপারে ৩০ গজ দূরে শূন্য রেখায় তারা অবস্থা করছে বলে বিজিবি ২১ ব্যাটালিয়নের বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল হোসেন জানান।

আবুল হোসেন জানান, এখনও পর্যন্ত রোহিঙ্গারা নদীর পাড়ে ভারতীয় অংশে অবস্থান করছে। প্রতি মুহূর্তের ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

যশোরে ৪৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, “বিজিবি সতর্ক অবস্থানে আছে। কোনোভাবে তাদের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।”

রাত জেগে গ্রামবাসীও পাহারা দিচ্ছে বলে জানান তিনি।

গ্রামবাসী জানান, ভারতীয় সীমান্তে আশ্রয় নেওয়া এসব অসহায় রোহিঙ্গাদের পাশে কেউ নেই। খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টির মধ্যে তাদের রেখেছে বিএসএফ। সেখানকার কোনো গ্রামবাসীকে তাদের পাশে আসতে দিচ্ছে না বিএসএফ।

শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুও এ তথ্য নিশ্চিত করেছেন।

গত অগাস্টে মিয়ানমারের রাখাইনে সেদেশের সেনাবাহিনীর অভিযান ও নির্যাতনে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। এ পর্যন্ত পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।