কুষ্টিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি স্বর্ণের দোকান থেকে বিপুল স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 04:20 PM
Updated : 15 Oct 2017, 04:20 PM

আল্লারদরগা বাজারে মিলন জুয়েলার্সে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে আল্লারদরগা বাজারের ব্যাবসায়ীরা দুই ঘণ্টা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন।

পরে পুলিশ গিয়ে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

মিলন জুয়েলার্সের মালিক ইমদাদুল হক বলেন, শনিবার গভীর রাতে এলাকার একদল সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল জুয়েলার্সের দোকানের প্রাচীর ভেঙ্গে ভেতরে ঢোকে।

“পরে সিন্দুক ভেঙ্গে নগদ অর্থসহ ৫০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।”

ওসি শাহ দারা খান বলেন, ডাকাতির ঘটনায় দোকান মালিক ইমদাদুল হক বাদী হয়ে মামলা দিয়েছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের নৈশ প্রহরীসহ ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।