শেরপুরে হত্যা মামলায় একই পরিবারের ৩ জনের যাবজ্জীবন

শেরপুরে হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 02:13 PM
Updated : 15 Oct 2017, 02:13 PM

রোববার বিকালে জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের মৃত রমেজ উদ্দিনের ছেলে ইমান আলী (৫৩) ও হোসাইন (৪৭) ও হোসাইনের স্ত্রী আজেদা খাতুন (৪১)।

এদের মধ্যে আজেদা খাতুন পলাতক রয়েছেন।

একই মামলায় পৃথক দুটি ধারায় আদালত ওই এলাকার এমরান (৩৫) ও হাবিবুল্লাহকে (৭০)  ১০ বছর করে এবং  ফেরদৌসকে (৫০) এক বছরের কারাদণ্ড দিয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পিপি নরেশ চন্দ্র দে।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৪ সালের ৪ এপ্রিল জমি সংক্রান্ত  বিরোধের জেরে ইমান আলী ও তার লোকজন স্থানীয় মফিল উদ্দিনের বাড়িতে দেশীয় অস্ত্র্র নিয়ে হামলা চালায়। তাদের বাধা দিতে গিয়ে মফিল উদ্দিন, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে নূরজাহান গুরুতর আহত হয়।

এ ঘটনায় ওই দিনই মফিল উদ্দিনের আরেক ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ইমান আলীসহ ১১ জনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা করেন। দুই দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

২০১৫ সালের ৩১ অগাস্ট ১১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।