নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 02:02 PM
Updated : 15 Oct 2017, 02:02 PM

রোববার বিকালে লাল খাঁ এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান।

এরা হলেন নবী হোসেন (৩৬), শাহীন (৩৫) ও লিয়াকত (৪৫)। পুলিশ তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, লাল খাঁ এলাকায় আব্দুর রশিদ বেপারী তিন তলা বাড়ি নির্মাণ কাজ চলছে। বাড়ির নিচতলায় সেপটিক ট্যাংকের সাটারিং খোলার কাজ করছিলেন ওই তিন শ্রমিক।

“প্রথমে বাঁশ ও কাঠ খোলার জন্য নিচে নামেন লিয়াকত। এরপর তার কোনো সাড়া শব্দ না পেয়ে নবী হোসেনও ভেতরে নামেন। তিনিও উঠে না এলে শাহীন নামলে তারও কোনো সাড়া পাওয়া যায় না।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে নেমে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

ওসি কামাল বলেন, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিন জনের মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে।