গাজীপুরে শ্রমিক বিক্ষোভে গার্মেন্ট কারখানা বন্ধ

শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুরে একটি গার্মেন্ট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 08:49 AM
Updated : 15 Oct 2017, 08:49 AM

মালিকপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিকরা রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম জানান, সদর উপজেলার অ্যাপারেল ২১ লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকরা গত কয়েক দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন। এই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ রোববার সকালে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য গার্মেন্ট বন্ধের নোটিস টানিয়ে দেয়।

“সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে গিয়ে ওই নোটিস দেখে ফটকের সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভ শুরু করে।”

এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান সাইফুল।

কারখানার অপারেটর মোস্তফা কামাল বলেন, সম্প্রতি সোহাগ ওরফে সুমন নামে এক সহকর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদ করায় গত বুধবার ‘কারখানা কর্তৃপক্ষের মদদে সন্ত্রাসীরা’ তাকে মারধর করে।

“আব্দুর রহমান নামে আমাদের আরেক সহকর্মী এ ঘটনার প্রতিবাদ করে। এরপর কর্তৃপক্ষ স্থানীয় সন্ত্রাসী দিয়ে বৃহস্পতিবার সকালে আমাদের কারখানা ছেড়ে চলে যেতে বলে। না গেলে হত্যার হুমকি দেয়।”

এ ঘটনা জানতে পেরে বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে বলে মোস্তাফার ভাষ্য।  

অভিযোগের বিষয়ে কথা বলতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও কাউকে পাওয়া যায়নি।  

সমস্যা সমাধানের চেষ্টায় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান ওই কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।