সাতক্ষীরায় পাচারকালে দুই কিশোর উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারের সময়’ ১২ বছর বয়সী দুই কিশোরকে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 07:37 AM
Updated : 15 Oct 2017, 07:38 AM

উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী সীমান্ত থেকে শনিবার রাতে তাদের উদ্ধার করা হয় বলে বিজিবির কলারোয়া উপজেলার মাদরা বিওপির ল্যান্স নায়েক বাবুল মোল্লা জানান। 

তিনি বলেন, একটি ভ্যানগাড়িতে করে দুই স্কুল ছাত্রকে নিয়ে ভাদিয়ালীর কালিবাড়ি সীমান্ত এলাকায় নিয়ে যেতে দেখে বিজিবির একটি টহল দলের সদস্যরা ভ্যান চালককে থামতে বলে।   

“বিজিবির উপস্থিতি টের পেয়ে ভ্যান চালক ওই দুই কিশোরকে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।”

ওই দুই কিশোরের বরাত দিয়ে ল্যান্স নায়েক বাবুল বলেন, “শনিবার দুপুরে স্কুল ছুটির পর অপরিচিত এক ভ্যান চালক তাদের জানায় যে, তাদের বাবা-মা অসুস্থ। তাই ভ্যানে করে খুব দ্রুত তাদের বাড়ি পৌঁছাতে বলেছে।”

“এরপর তারা ওই ভ্যানে করে রওনা দেয়। পরে কি ঘটেছে তারা বলতে পারে না।”

উদ্ধার হওয়া দুই কিশোরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।