আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 05:49 AM
Updated : 15 Oct 2017, 06:49 AM

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, আশুলিয়ার বাইপাইল এলাকার মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-২ এ শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মালেকা বেগম (৩৮) বলে জানালেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।      

হোটেলের মালিক জাহেদুল ইসলাম বলেন, রেস্তোরাঁর রান্নার কাজের জন্য শনিবার মালেকাকে নিয়োগ দেওয়া হয়। রাতে রেস্তোরাঁর রান্নাঘরে তরকারি গরম করছিলেন তিনি।

“এ সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়;পরে দ্রুতই তা পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মালেকার মৃত্যু হয়।”

এ সময় দৌঁড়ে বের হতে গিয়ে হোটেলের দুই পুরুষ শ্রমিকও আহত হয়েছেন বলে জাহেদুল জানান ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রেস্তোরাঁর রান্নাঘর থেকে এক নারীর পোড়া লাশ তারা উদ্ধার করেন।

আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বলেন, যে ব্যক্তি ওই নারীকে কাজের জন্য নিয়ে আসে তাকে খবর পাঠানো হয়েছে। তার কাছ থেকে পরিচয় নিশ্চিত করা যাবে।

লাশ থানায় রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।