নড়াইলে দেড়শ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দেড় শতাধিক স্থানীয় নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 05:09 AM
Updated : 15 Oct 2017, 08:21 AM

কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অখিল রায় জানান, শনিবার রাতে তিনি এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলুসহ ৩৯ জনের জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১৫০ বিএনপি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলে জানান তিনি। 

মামলায় বলা হয়, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নাশকতার সৃষ্টির জন্য ছোট কালিয়া মোড় এলাকায় জড়ো হয়েছে খবর পেয়ে শনিবার রাতে সেখানে অভিযানে যায় পুলিশ। 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে একটি ব্যানার, পাঁচটি হাতবোমা, গাছের গুঁড়ি ও ইটের টুকরো উদ্ধার করা হয়।

মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে  বলে এসআই অখিল জানান।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এটা সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন”

দ্রুতই এ মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপির এ নেতা।