না’গঞ্জে যুবদলের মিছিলে লাঠিপেটা, আহত ৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিলে লাঠিপেটা  করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 03:44 PM
Updated : 14 Oct 2017, 03:44 PM

এতে জেলা যুবদলের সভাপতিসহ অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।

শনিবার নগরীর দেওভোগ এলাকায় ভাষা সৈনিক মমতাজ বেগম সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে নগরীর দেওভোগ ভাষা সৈনিক মমতাজ বেগম সড়কে যুবদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সাড়ে ৪টার দিকে জেলা যুবদল সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি ডিআইটি বাণিজ্যিক এলাকায় বঙ্গবন্ধু সড়কের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে তারা ব্যানার নিয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ব্যানার কেড়ে নেয়।

জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ উস্কানি ছাড়াই লাঠিপেটা করেছে এবং ব্যানার কেড়ে নিয়েছে। এতে তিনিসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, “জনসাধারণের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টাকালে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে।”

সম্প্রতি কুমিল্লা ও ঢাকার কয়েকটি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।