গাজীপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক, বরখাস্ত

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ইয়াবা ট্যাবলেটসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। পরে তাকে বরখাস্ত করা হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 02:50 PM
Updated : 14 Oct 2017, 03:19 PM

কারাগার এলাকায় এক সহকর্মীর বাসা থেকে শুক্রবার রাতে পলাশ হোসেনকে (৩০) আটক করা হয়েছে। তিনি রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার গোলাম মোস্তফার ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারা কমপ্রেক্সের ভিতরে আরেক কারারক্ষীর সরকারি বাসায় ইয়াবা সেবনকালে পলাশকে আটক করা হয়।

“এ সময় তার কাছে একটি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।”

এ সময় সেখানে থাকা অন্য দুই কারারক্ষী পালিয়ে গেছেন বলে জানান মিজানুর।

মিজানুর রহমান আরও জানান, পলাশকে পরে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ মাদকের মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান জানান, করারক্ষী পলাশ হোসেন এর আগে শরীয়তপুর জেলা কারগারে কর্মরত ছিলেন।

“সেখানে মাদক সংশ্লিষ্টতার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ৪-৫ মাস আগে তাকে গাজীপুর জেলা কারাগারে সংযুক্ত করা হয়।”

সর্বোত্তম দেওয়ান জানান, এর আগে গত ২১ সেপ্টেম্বর মাদক সম্পৃক্ততার অভিযোগে রাকিবুলসহ কাশিমপুরের তিন কারাগার থেকে পাঁচ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়।