শিয়াল ধরার ফাঁদে খামার মালিক ও কর্মচারীর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে শিয়াল ধরার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক পোল্ট্রি ফার্মের মালিক ও কর্মচারীর মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 01:24 PM
Updated : 14 Oct 2017, 01:24 PM

শনিবার বিকালে উপজেলার স্বর্ণখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে ধামরাই থানার ওসি রিজাউল হক জানান।

মৃতরা হলেন, উপজেলার স্বর্ণখালী গ্রামের মৃত. নূর মুহাম্মাদ ওরফে চিনু বেপারীর ছেলে ফার্মের মালিক মো. টুটুল (২৫) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মনির হোসেন (২০)।

ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন বলেন, নিজ বাড়িতে পোল্ট্রি ফার্ম করেন টুটুল। একই গ্রামের মনির তার ফার্মের বেতনভূক্ত কর্মচারী। শিয়ালের হাত থেকে মুরগির বাচ্চা রক্ষার্থে জিআই তারের বেড়া দিয়ে ফার্মের চারদিকে বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছে টুটুল।

“শনিবার এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় সংযোগ বিচ্ছিন্ন না করেই তারা ফার্মে কাজ করতে থাকে।

কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ এলে জিআই তারের বেড়ায় জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজন।”

আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি রিজাউল বলেন, স্বজনরা তাদের লাশ দাফনের ব্যবস্থা করেছে।