গাজীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

গাজীপুর শহরে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2017, 04:37 PM
Updated : 13 Oct 2017, 05:23 PM

এ সময় নিরাপত্তা কর্মীসহ অন্তত তিন জন আহত হয়েছেন বলে পুলিশ ও মালিকপক্ষ জানিয়েছে।

সিটি করপোরেশনের জিরানীবাজার এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই মো. হারুন অর রশীদ জানিয়েছেন।

দোকান মালিক দিলীপ কুমার দাশের ছেলে দীপক কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে ৮/১০ জন ডাকাত তাদের দোকানের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

“পরে দুই জন ভিতরে ঢুকে বাবার বুকে পিস্তল ঠেকিয়ে ৫০/৬০ ভরি স্বর্ণালঙ্কার ও অন্তত ১০০ ভরি রূপার অলঙ্কার লুট করে নিয়ে যায়।”

বোমার আঘাতে তাদের দোকান কর্মচারী সুনীল সরকার (৩৫) ও দুই জন নিরাপত্তাকর্মী আহত হন বলেও দীপক জানান। 

এসআই হারুন বলেন, “রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সোমা জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে।”

তবে ডাকাতরা কী পরিমাণ স্বর্ণাঙ্কার, মালামাল বা টাকা লুটে নিয়ে গেছে তাৎক্ষণিকভাবে নির্ধারণ করতে পারেননি দোকান মালিক।

এ ঘটনায় বাজারের এক নিরাপত্তা কর্মীসহ তিনজন আহত হওয়ার কথা তিনি শুনেছেন বলে জানান।