বাঁশঝাড়ে ১৫ মণ ইলিশ, তিনজনকে জরিমানা

গোপনে বিক্রির জন্য ঢাকার সাভার উপজেলায় বাঁশঝাড়ের ভেতর লুকিয়ে রাখা ১৫ মণ ইলিশ জব্দ করেছে পুলিশ; এ ঘটনায় আটক তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2017, 09:51 AM
Updated : 13 Oct 2017, 09:51 AM

ঢাকা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকার একটি বাঁশঝাড় থেকে তিনজনকে আটকসহ ১৫ মণ ইলিশ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন - মাছ বিক্রেতা হোসেন মিয়া (৩০), নিরঞ্জন রাজবংশী (৩৫) ও দুলাল সরদার (৫০)।

ওসি সায়েদ বলেন, আটকের পর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক তাদের ১৩ হাজার টাকা জরিমানা করেন। তারা জরিমানার টাকা দিয়ে মুক্ত হয়ে চলে গেছেন।

জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

ইলিশের বংশবৃদ্ধির জন্য প্রধান প্রজনন মৌসুম ১ থেকে ২২ অক্টোবর সরকার ইলিশ প্রজনন এলাকায় মাছ ধরা এবং দেশের সর্বত্র ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয় ও আদান-প্রদান নিষিদ্ধ করেছে।