ইলিশ ধরায় ফরিদপুরে ৩০ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ ধরায় ফরিদপুরের তিন উপজেলার ৩০ জেলেকে দশ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2017, 06:27 AM
Updated : 13 Oct 2017, 06:58 AM

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান হাফিজুর রহমান শুক্রবার এ আদেশ দেন।  

ফরিদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সদরপুর উপজেলার নাসিরপুর, মুন্সিরচর, চরভদ্রাসন উপজেলার আকুটের চর, চর হাজার বিঘায় এবং সদর উপজেলার ডিক্রিরচর ও নর্থচ্যানেল ইউনয়ন পরিষদের পদ্মা পাড়ের বিস্তীর্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, “সরকারি আদেশ না মেনে ইলিশ ধারায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কারেন্ট জালসহ ১৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।”

পরে কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস ও ইলিশগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।

ম্যাজিস্ট্রেট মুকুল কুমার বলেন, “প্রজনন মৌসুমে ইলিশ ধারার অপরাধে আট জেলেকে আটক করে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়।” 

ম্যাজিস্ট্রেট  হাসান হাফিজুর বলেন, “নয় জেলেকে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়।”

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।