গাজীপুরে ৯ ডাকাতকে মারধর করে পুলিশে

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ডাকাতির পর নয়জনকে আটক করে মারধর শেষে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2017, 05:51 AM
Updated : 13 Oct 2017, 06:59 AM

কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বড়জোনা বরুন গ্রামে ডাকাতরা হানা দেয়।

ওই গ্রামের দুলাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে তার প্রতিবেশী চানু বেপারীর (৬৫) বাড়ির কলাপসিবল গেইট কেটে ও দরজা ভেঙে ঘরে ঢোকে ডাকাতরা। ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা চানু, তার স্ত্রী (৪৫) ও ভাই হেলালকে (৪৭) মারধর করে।

“ডাতরা লুটপাট করে পালিয়ে যাওয়ার সময় চানুর চিৎকারে এলাকাবাসী তিলসুনিয়া এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতদের গাড়ির গতিরোধ করে মারধর দেয়।”

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার জানান, আহতদের মধ্যে চানুর বাম হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর ডাকাতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি বকর বলেন, রাতে ও সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও ডাকাতি করা মালপত্র জব্দ করা করেছে। আটক নয় ডাকাত পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।