শেরপুর কারাগারে আসামির মৃত্যু

শেরপুর কারাগারে এক আসামির মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 01:17 PM
Updated : 12 Oct 2017, 01:17 PM

বৃহস্পতিবার ভোরের দিকে শেরপুর সদর হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জেল সুপার আমিরুল ইসলাম জানান। 

মৃত মোহাম্মদ শামীম (৩২) ঝিনাইগাতী উপজেলার পূর্ব বাকাকুড়া গ্রামের আবেদ আলী মণ্ডলের ছেলে।

অবহেলার ফলে মৃত্যু ঘটনানো ও সহায়তার মামলায় গত ২৫ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠায় আদালত।

জেল সুপার বলেন, বুধবার রাত ২টার দিকে ওই আসামি অসুস্থ হয়ে পড়লে তাকে শেরপুর জেলা সদর হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

কারাগারের চিকিৎসক মো. মোবারক হোসেন বলেন, কারাগারে শ্বাসকষ্ট জনিত রোগের চিকিৎসা চলছিল ওই আসামির। শ্বাসকষ্ট জনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

শামীমের বাবা আবেদ আলী মন্ডল অভিযোগ করেন, তার ছেলের বুধবার জামিন হওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হয়নি। তার সুস্থ ছেলের মৃত্যুর পেছনে অবশ্যই কোনো রহস্য রয়েছে।

জামিননামা সময়মত কারাগারে না পৌঁছায় তাকে মুক্তি দেয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে তাকে জামিনে মুক্তি দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম।