যশোরে আলিম হত্যায় ৬ জনের যাবজ্জীবন

বিশ বছর আগের একটি হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 04:19 PM
Updated : 11 Oct 2017, 04:19 PM

বিশেষ জজ নিতাই চন্দ্র সাহা বুধবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার ইয়াকুব মোল্লার ছেলে সিরাজ, মৃত মোজাম ড্রাইভারের ছেলে মজিদ, বেলায়েতের ছেলে মাহমুদুর রহমান, আজিজ ড্রাইভারের ছেলে আমিনুর, দুলালের ছেলে নাজির ও শেখহাটির বাহার আলীর ছেলে মিল্টন।

দণ্ডিদের ২০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাস করে সশ্রম করাভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী বিশেষ পিপি এসএম বদরুজ্জামান পলাশ জানান, ১৯৯৭ সালের ২৫ নভেম্বর রাতে আসামি মিল্টন মোটরসাইকেলে করে আব্দুল আলিমকে তার বাড়ি থেকে উপশহর ট্রাক সমিতির চেকপোস্টের উত্তর পাশে যান।

“আলিম মোটরসাইলেকল থেকে নেমে আইয়ুব আলীর দোকানে গিয়ে বসেন। এরপর পূর্ব শত্রুতার জের ধরে আসমিরা তাকে ঘিরে ধরেন।”

মামলায় বলা হয়, আলিম বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি করলে রাস্তার উপর পড়ে যান। এরপর আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আলিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

পিপি বদরুজ্জামান জানান, এ ঘটনায় নিহত আলিমের মা জহুরা বেগম বাদী হয়ে পরদিন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিদুল ইসলাম শাহীন ১৯৯৮ সালের ২৩ জুন ৯ জানের নামে অভিযোগপত্র দেন।

অভিযোগে প্রমাণিত না হওয়ায় আাসামি আরিফ ও মাসুদুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে। অপর আসামি সাজিদ মামলা চলাকালে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয় বলে পিপি জানান।

দণ্ডিতদের মধ্যে মিল্টন, নাজির, আমিনুর পলাতক রয়েছেন বলে পিপি বদরুজ্জামান জানিয়েছেন।