গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জ ও নড়াইল জেলার পাশাপাশি দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে  অন্তত ১০ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 01:47 PM
Updated : 11 Oct 2017, 01:47 PM

বুধবার গোপালগঞ্জ সদরের পোদ্দারের চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার জাকারিয়া শেখ (৬০) নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, গোপালগঞ্জ সদরের পোদ্দারের চর গ্রামের কাবুল সিকদারের (১৪) সঙ্গে নড়াইলের কালিয়া উপজেলার চর সিংগাতি গ্রামের আলামিন শেখের মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ নিয়ে দুই গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে তিনি জানান।

ওসি বলেন, খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশ ও কালিয়া উপজেলার নড়াগাতি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।