রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহীতে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির বিক্ষোভ মিছিল।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 12:26 PM
Updated : 11 Oct 2017, 12:26 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ দেয়।

পরে সেখানেই সংক্ষিপ্ত পথসভা করেন তারা।

পথসভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

বুলবুল বলেন, “যেকোনো বিষয়ে মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। কিন্তু এ সরকার আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে মানুষের সে অধিকার কেড়ে নিয়েছে। বিনা উস্কানিতে মিছিলে পুলিশ বাধা দিয়েছে, এটি দুঃখজনক।”

অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান তিনি।

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, নাশকতার আশঙ্কায় বিএনপির নেতাকর্মীদের মিছিল বের করতে দেওয়া হয়নি। তবে দলীয় কার্যালয়ের সামনে পথসভা করতে অনুমতি দেওয়া হয়েছে।

২০১৫ সালে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় গত সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার একটি আদালত।