বগি লাইনচ্যুত, তিন ঘণ্টা পর ময়মনসিংহের পথে ট্রেন চালু

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুটি বগি লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে যাওয়ার তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 09:59 AM
Updated : 11 Oct 2017, 09:59 AM

বুধবার সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময়ে ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয় বলে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. আলাউদ্দিন জানান।

তিনি বলেন, সকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময়ে দুটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ চলন্ত ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নিচে পড়ে ৪/৫ জন যাত্রী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্টেশন মাস্টার আলাউদ্দিন বলেন, পরে কালির বাজার থেকে বিকল্প ইঞ্জিন এসে পেছনের বগি কেটে লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করলে বেলা পৌনে ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।