নবীনগরের মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈন উদ্দিনের সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2017, 02:06 PM
Updated : 10 Oct 2017, 02:06 PM

মেয়র মাঈনের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহামদ দস্তগূীর হোসেন ও আতাউর রহমান খানের আদালত এ আদেশ দেন।

মাঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সরকার বিভাগ থেকে আমাকে বরখাস্তের আদেশের বিরুদ্ধে রোববার উচ্চ আদালতে রিট আবেদন করেছিলাম। মঙ্গলবার আদালত বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে।”

তবে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী বলেন, “উচ্চ আদালতের রায়ের কোনো কপি আমারা এখনও পাইনি। কপি না পেয়ে অফিসিয়ালি কিছু বলা যাবে না।”

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাঈন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠায় স্থানীয় সরকার বিভাগ।

পৌরসভার ১২ কাউন্সিলরের মধ্যে ১০ জন জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে মাঈনুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ করেন।