বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ কলেজছাত্র আটক

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ এক কলেজছাত্রকে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2017, 11:27 AM
Updated : 10 Oct 2017, 11:27 AM

মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম।

আটক রিপন হোসেন (১৮) খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের কামাল হোসেনের ছেলে। বেনাপোল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিপন পুটখালি উওরপাড়া গ্রামে ভগ্নিপতি রাশেদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে লেখাপড়া করেন।

বিজিবি কর্মকর্তা তারিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার একটি চালান ভারতে পাচার হচ্ছে এমন খবরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে রিপনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটক স্বর্ণের মূল্য ৫০ লাখ টাকা বলে তিনি জানান।