নড়াইলে ২ মাদক বিক্রেতার যাবজ্জীবন

ফেনসিডিল রাখার দায়ে নড়াইলে দুই মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2017, 08:55 AM
Updated : 10 Oct 2017, 09:39 AM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী পাঁচ বছর আগের এ মামলা রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার আবুল হোসেনের ছেলে মাহবুব হোসেন রাজু (২৪) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুল আজিম (৩০)।

রায় ঘোষণার সময় কেবল রাজু আদালতে উপস্থিত ছিলেন বলে ওই আদালতের আইনজীবী ইমদাদুল ইসলাম জানিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ২০ ডিসেম্বর নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। 

এ সময় ৮৯ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল আরোহী রাজু ও আজিমকে তারা আটক করে।

এ ঘটনায় সদর থানার এএসআই ওলিউল ইসলাম এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পরের বছরের ফ্রেব্রুয়ারি মাসে এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ।