সালিশে মীমাংসার অভিযোগ ওঠার পর ধর্ষণ চেষ্টার মামলা

ঠাকুরগাঁওয়ে এক কিশোরীকে ‘ধর্ষণের’ ঘটনা সালিশে মীমাংসার অভিযোগ ওঠার পর থানায় মামলা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 11:19 AM
Updated : 9 Oct 2017, 11:29 AM

সোমবার সকালে মেয়েটির ফুফা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেন বলে ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) এটিএম সিফাতুল মাজদার জানান।

মামলায় আসামিকে অপ্রাপ্তবয়স্ক দেখানোয় তার নাম পরিচয় প্রকাশ করা হলো না।

মামলার পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকসিঁড়ি গ্রামে শুক্রবার রাতে এক দিনমজুরের কিশোরী মেয়ে ধর্ষণের শিকার হয় বলে পরিবার ও এলাকাবাসী অভিযোগ করে। পরে শনিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ও ওয়ার্ড সদস্য সুরেণসহ গণ্যমান্যরা টাকার বিনিময়ে মীমাংসা করে দেন।

সালিশ বৈঠকে দেড় লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা হয়েছে এবং আগামী মঙ্গলবার ওই টাকা মেয়ের বাবাকে দেওয়া হবে বলে তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন চেয়ারম্যান নুরুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা সিফাতুল বলেন, মামলায় চেয়ারম্যান নুরুল, মেম্বার সুরেণ অথবা স্থানীয় প্রভাবশালীদের কারও নাম উল্লেখ করা হয়নি।

“তবে এ বিষয়ে তদন্ত চলছে; প্রমাণ পাওযা গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”