রাজশাহীতে দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় এক নারী ও এক ট্রাক চালক নিহত হয়েছেন।  

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 07:06 AM
Updated : 9 Oct 2017, 08:08 AM

সোমবার নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা ও পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভদ্রা এলাকার কামাল হোসেনের স্ত্রী গবী বেগম (৪৫) ও ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার রামচন্দ্রপুর এলাকার রেজাউলের ছেলে ট্রাক চালক আক্তার হোসেন (৩৭)।

আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পশ্চিম অঞ্চল রেলওয়ে পুলিশের রাজশাহী থানার ওসি আকবর হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে গবী বেগম রাজশাহী-ঈরশ্বদী রেললাইনের উপর বসে ছিলেন।

“এ সময় ঈরশ্বদী থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি রেললাইন থেকে রাস্তায় ছিটকে পড়েন।”

তিনি বলেন, গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে তা এ পুলিশ কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি।

হাইওয়ে পুলিশের শিবপুর ফাঁড়ির ইনর্চাজ হাবিবুর রহমান বলেন, ঝলমলিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে একটি নষ্ট ট্রাকের তলায় ঢুকে মেরামত করছিলেন চালক আকবর।

এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ও আরও তিনজন আহত হয় বলে জানান তিনি।