বগুড়ায় স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’, গ্রেপ্তার ২৬

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 06:53 AM
Updated : 9 Oct 2017, 06:53 AM

নিহত রাজিফা আকতার সাথী (১৪) উপজেলার জিয়ানগর গ্রামের গোলাম রব্বানীর মেয়ে। সে জিয়ানগর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।

দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আত্মহত্যার খবর পেয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

“এ সময় অভিযোগ পেয়ে পাশের হেরুঞ্জ গ্রামে বখাটে ইয়ামিনকে (১৯) গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসী পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে তারা হামলা চালায়।”

গ্রামবাসীর হামলায় নাসিরুজ্জামান, রহিম উদ্দিন ও জাকির হোসেন নামে পুলিশের তিন এসআই আহত হন বলে জানান ওসি রাজ্জাক।

তিনি বলেন, কয়েক ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ নিয়ে আবার ওই গ্রামে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এসব ঘটনায় দুটি মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ইয়ামিনের বিরুদ্ধে একটি মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা গোলাম রব্বানী। আর দায়িত্বপালনে বাধা দেওয়াসহ হামলার অভিযোগে আরেকটি মামলা করেছে পুলিশ।

ইয়ামিনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি রাজ্জাক।