মাগুরার দুলালকে স্বপ্ন দেখাচ্ছে টার্কি

খামারে টার্কি উৎপাদন করে সফল্য অর্জনের স্বপ্ন দেখছেন মাগুরার দেলোয়ার হোসেন দুলাল।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 05:58 AM
Updated : 9 Oct 2017, 05:58 AM

সদর উপজেলার অবালপুর গ্রামে দুলাল গড়ে তুলেছেন তার এই টার্কির খামার।

তিনি ১০-১২ বছর ধরে বাণিজ্যিকভাবে কবুতর পালন কছিলেন জানিয়ে বলেন, গত বছরের মাঝামাঝি পৌনে দুই লাখ টাকা বিনিয়োগ করে ২০০ টার্কির একটি খামার গড়ে তোলেন।

“পরে ইনকিউটেটর কিনে নিজের খামারের ডিম থেকে বাচ্চা ফুটানো শুরু করি। কিছু বিক্রির পর বর্তমানে আমার খামারে তিন শতাধিক টার্কি রয়েছে। এর বাজার দর আট-নয় লাখ টাকা।”

প্রতিদিন বিভিন্ন জেলা থেকে মানুষ তার কাছে টার্কির বাচ্চা কিনতে আসছে বলে তিনি জানান।

ফরিদপুর থেকে আসা তরুণ মোতালেব হোসেন ও সুজন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ইন্টারনেটে দুলালের টার্কি পালনের খবর পেয়ে বাচ্চা কিনতে এসেছেন। তারাও দুলালের মতো খামার গড়ে তুলতে চান।

দুলালের দেখাদেখি আরও অনেকে ছোট ছোট ফার্ম গড়ে তুলছেন বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকার।

তিনি বলেন, দুলাল টার্কি পালন করে স্বাবলম্বী হয়েছেন। লাভজনক হওয়ায় টার্কির খামারের প্রতি অনেকেই আগ্রহী হচ্ছে। এতে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে।