নতুন আসা ২১ রোহিঙ্গার এইচআইভি শনাক্ত

মিয়ানমারে নতুন করে সহিংসতার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ২১ জনের ‘এইচআইভি পজেটিভ’ শনাক্ত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 02:56 PM
Updated : 8 Oct 2017, 03:08 PM

মঙ্গলবার কক্সবাজারের সিভিল সার্জন মো. আবদুস সালাম এ কথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার ঘটনায় পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া ২১ রোহিঙ্গার ‘এইচআইভি পজেটিভ’ ভাইরাস পাওয়া গেছে।

এদের মধ্যে ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে সিভিল সার্জন বলেন, “২ সপ্তাহ আগে এইডসে আক্রান্ত আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”

সিভিল সার্জন আরও বলেন, ‘এইচআইভি পজেটিভ’ হিসেবে শনাক্ত ২১ জনের মধ্যে ১৭ জন মিয়ানামারে থাকাকালীন সময়ে এ রোগের নিয়মিত চিকিৎসা নিতেন।

“তারা বাংলাদেশে আসার পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা নিতে এসে শনাক্ত হন। অন্য চারজন এখানে আসার পর চিকিৎসা নিতে এসে শনাক্ত হয়েছেন।”   

এইচআইভি পজেটিভ’ রোহিঙ্গাদের ‘আশার আলো’ নামের একটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।