স্কুল ফটকে গ্যাস লাইনে বিস্ফোরণ

বগুড়া শহরের একটি স্কুলের মূল ফটকে গ্যাস লাইনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 11:55 AM
Updated : 8 Oct 2017, 11:55 AM

রোববার সকালে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর স্কুলটি রোববাররের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফর জানান, পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষার প্রস্তুতির সময় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় ছাত্রী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

“খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে লাইনটি বন্ধ করে দেন।

“গ্যাস লাইন মেরামতের পর শিক্ষার্থী ও অভিভাবকদের দাবিতে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। পরে সময়মত ওই পরীক্ষাগুলো নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার সময় বিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণ ঘটে। আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্কুলের সামনের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রীরা আতঙ্কিত হয়ে স্কুলের পশ্চিম পাশের নির্মাণাধীন ভবনের টিনের প্রাচীর ভেঙে বের হতে থাকে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি ম্যানেজার আকতারুজ্জামান জানান, ইয়াকুবিয়া স্কুলের গ্যাস লাইন মূল বিতরণ লাইন থেকে আপাতত বিচ্ছিন্ন করা হয়েছে।