দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 10:30 AM
Updated : 8 Oct 2017, 10:30 AM

উপজেলার জামালপুর সীমান্তের ওপারে রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।

আহত বুলবুল হোসেন (২৪) উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে।

এ বিষয়ে ৪৭ বিজিবির জামালপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক

বলেন, “জামালপুর সীমান্তের ১৫২/১৩ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের ২০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বুলবুল হোসেন নামে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি।”

তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।    

স্থানীয়রা জানায়, বুলবুলের নেতৃত্বে ৭-৮ জন মাদক পাচারকারী ভারতে প্রবেশ করে মাদক নিয়ে ফেরত আসার সময় নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুলবুলের কোমরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সহযোগীরা তাকে উদ্ধার করে এপারে এনে অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য ভর্তি করে।