ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চার বাস যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছে অন্তত ১০ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 04:16 AM
Updated : 8 Oct 2017, 04:19 AM

সরাইল বিশ্বরোড় হাইত্তয়ে থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, রোববার সকাল ৭টার দিকে উপজেলার মালিহাতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- বাস চালকের সহকারী হবিগঞ্জ জেলার শামসু মিয়ার ছেলে মমিন মিয়া (৪০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার তৈয়ব আলীর ছেলে শহিদ উদ্দিন (৩৮), আশুগঞ্জের পারভিন (৩৫) ও নূরনবী (তিনমাস)।

আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি ইউনুস বলেন,“সকালে অগ্রদূত পরিবহণের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পন্যবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের চার যাত্রীর মৃত্যু হয়। ”

খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান তিনি।