শেরপুরে রাসায়নিক উদ্ধার: মামলার পর গ্রেপ্তার ২

শেরপুরের নকলা উপজেলায় পাঁচ শতাধিক লিটার রাসায়নিক উদ্ধারের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 02:19 PM
Updated : 7 Oct 2017, 02:19 PM

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, শনিবার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সাত্তার মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রকোণা বাজারে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক লিটার হাইড্রোজেন পারক্সাইড উদ্ধার করা হয়। এ সময় মিনারা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মামলার পর আসামি ফয়েজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় আটক মিনারকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অপর আসামি আবুল কালামকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

ফয়েজ উপজেলার চরমধুয়া গ্রামের চানু বেপারির ছেলে এবং মিনারা চন্দ্রকোনা বাজারের মৃত সাইদুল ইসলামের স্ত্রী।

নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে রাসায়নিকগুলো মজুদ করা হয়েছিল দাবি করেছেন পুলিশ কর্মকর্তা আমিনুল।