রৌমারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের শিক্ষাসামগ্রী বিতরণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের শিক্ষাসামগ্রী দিয়েছে ঢাকার নাখালপাড়ার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার।

ফাহিমা কানিজ লাভা সাব-এডিটরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 07:55 AM
Updated : 7 Oct 2017, 07:55 AM

রৌমারীর পাখিউড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে শুক্রবার ১৫০ জন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীকে খাতা, কলম, স্কেল ও জ্যামিতি বক্স দেওয়া হয়।

পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি আলী নাঈম ও অর্থ সম্পাদক ফাহিমা কানিজ লাভা উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

আলী নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঠাগারের সদস্যরা ঢাকার তেজগাঁও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এসব সামগ্রী পাঠিয়েছেন।

মোট ১৫০ জন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীকে এই সহায়তা দেওয়া হয় বলে তিনি জানান।

ফাহিমা কানিজ লাভা বলেন, ক্ষতিগ্রস্ত দরিদ্র শিক্ষার্থীদের বাছাই ও শিক্ষা সামগ্রী বিতরণে তাদের সহযোগিতা করেছেন রৌমারীর মাওলানা ভাসানী স্মৃতি পাঠাগারের সংগঠক আব্দুর রাজ্জাক, ফিরোজ আহমেদ, ফারুক হোসেন, আলতাফ হোসেন, রিনা আক্তারসহ অনেকে।