সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে একদিন আগে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 03:01 PM
Updated : 6 Oct 2017, 03:01 PM

শুক্রবার ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদির মিয়া এ কথা জানান।

উপজেলার গজনী এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১১০১ নম্বর পিলারের কাছে বুধবার রাতে এ আরশাফ আলী (২৫) নামে এক বাংলাদেশি নিহত হন।

আরশাফ উপজেলার পাইকুড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে ও গার্মেন্টস কারখানার কর্মচারী ছিলেন। 

পরিদর্শক কাদির বলেন, দুপুরে নকশি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়। এ বৈঠকের মাধ্যমে আনা আশরাফ আলীর লাশ থানায় হস্তান্তর করে বিএসএফ সদস্যরা।

পরে পুলিশ আশরাফের লাশ পরিবারের কাছে লাশ দেওয়া হয় বলে জানান তিনি।