পিরোজপুরে ১৫ হাজার মিটার জাল আটক

পিরোজপুরের কচা ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার জাল আটকের পর ধংস করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 07:21 AM
Updated : 6 Oct 2017, 07:21 AM

জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২২টি কারেন্ট জাল, ১৪টি চরগড়া জাল, তিনটি বেহুন্দি জাল ও দুটি জগৎবেল জাল জব্দ করা হয়।

এসব জালের আনুমানিক মূল্য ছয় লাখ ৬০ হাজার টাকা জানিয়ে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীনের আদেশে শুক্রবার বেলা ১১টার দিকে এসব জাল শংকরপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়েরর সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন, জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন বলে জানান মৎস্য কর্মকর্তা মোশাররফ।