ফরিদপুরে ৪১ জেলেকে দণ্ড

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ফরিদপুরে ৪১ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত; এছাড়া পুড়িয়ে দিয়েছে আট লাখ মিটার জাল।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 07:07 AM
Updated : 6 Oct 2017, 07:08 AM

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, শুক্রবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার সদরপুর উপজেলার চর নাসিরপুর, দিয়ারা নারিকেলবাড়িয়া, ঢেউখালী ও আকুটের চর এলাকায় পদ্মায় অভিযান চালিয়ে ১২ মণ ইলিশসহ এসব জেলে ও জাল আটক করা হয়।

আটক ৪১ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, জব্দ করা জাল সবার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর আটক ১২ মণ ইলিশ সদরপুর উপজেলার বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না ও সদরপুর থানার পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে তিনি জানান।