বেনাপোলে ৭টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় দুই যাত্রীর কাছ থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা সদস্যরা জানিয়েছে।  

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 06:58 AM
Updated : 6 Oct 2017, 07:04 AM

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-কমিশনার সাদিক হোসেন জানান, শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্টের শূন্যরেখা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লার আব্দুল মান্নান মিয়ার ছেলে মাহাবুব আলম (৩৬) ও মুন্সীগঞ্জের আশুলিয়ার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাদিক বলেন, সোনার একটি চালান ভারতে পাচারের গোপন খবরে শূল্ক গোয়েন্দা দলের সদস্যরা বেনাপোল চেকপোস্টে অবস্থান নেয়।

“পরে কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে শূন্যরেখায় প্রবেশের পর গতিবিধি সন্দেজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করা হয়।”

পরে তাদের শরীরে তল্লাশি চালানো হলে জুতার ভেতর থেকে সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।”

স্বর্ণ পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করে পুলিশের হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।